সঙ্কটে-দূর্বিপাকে, শিক্ষা সহায়তায়, মানব সম্পদ উন্নয়নে কিংবা সতকারে আমরা জেগে আছি মানুষের পাশে।
ঢাকার মিরপুর টোলারবাগে তৌহিদ ফাউন্ডেশন কার্যালয়ে মৃত মানুষকে গোসল করানোর জন্য নারী-পুরুষের পৃথক দুটি গিজারসহ আধুনিক ও পরিচ্ছন্ন গোসলখানা করা হয়েছে। এই সেবা সবার জন্য সম্পূর্ণ বিনামূল্যে উন্মুক্ত। পুরুষ ও মহিলা মৃতদেহের জন্য দুটি আলাদা প্রশস্ত কক্ষ গোসলের জন্য টাইলস ফিটিংসহ উঁচু মঞ্চ এবং প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে প্রস্তুত করা আছে। এখানে বিনামূল্যে লাশ গোসল ছাড়াও কাফন এবং গোসল সামগ্রীর যাবতীয় খরচ তৌহিদ ফাউন্ডেশন বহন করে।
জনসংখ্যার ঘণত্বের দিক থেকে বাংলাদেশ বিশ্বের ৮ম জনবহুল দেশ। এই বিপুল জন-মানুষের জন্য কর্মসংস্থান যে কোনো বিচারেই বিশাল চ্যালেঞ্জ। দিন দিন মানুষ বাড়ছে, বাড়ছে কর্মহীন বেকারের সংখ্যাও । অনেকেই জনহারের এই বিপুলতাকে ‘আপদ’ মনে করলেও তৌহিদ ফাউন্ডেশনতার সীমিত সামর্থ দিয়ে এদেরকে ‘সম্পদে’ পরিণত করতে চায়। আর তাই প্রতিষ্ঠার পর থেকেই এই প্রতিষ্ঠান নিয়মিত কর্মকন্ডে অংশ হিসেবে ‘মানবসম্পদ উন্নয়নে’ কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে যে কোনো বয়সী, যে কোনো ধর্ম-বর্ণ-জাতের নারী-পুরুষকে ‘সেলাই প্রশিক্ষণ’ এবং শিক্ষিত যুব সমাজকে ‘কম্পিউটার প্রশিক্ষণ’ দিয়ে স্বাবলম্বী করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তৌহিদ ফাউন্ডেশনের ভবিষ্যত পরিকল্পনায় আরো কিছু কর্মমুখী কারিগরী প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করার পরিকল্পনা আছে।
মোট লাশ গোসল
মোট চক্ষুসেবা
ফিজিওথেরাপি
বিনামূল্যে চিকিৎসাসেবা
কম্পিউটার ট্রেনিং
সেলাই প্রশিক্ষণ
সেলাই মেশিন বিতরণ
+
বিনামূল্যে সেবাসমূহ
আমাদের বিশেষজ্ঞ ডাক্তারদের তালিকা
সেবা পেতে যোগাযোগ করুন
আমাদের ঠিকানা
প্রতিষ্ঠাকালীন সময় থেকেই রাজধানী ঢাকার মিরপুর-১ এর, ১০/এফ টোলারবাগে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতির নিজস্ব আবাসিক ভবনে বিনা ভাড়ায় সংগঠনটির অস্থায়ী কার্যালয় থেকে এর সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে ১৪, ১৫. ২৬/১ দক্ষিণ বিশিল, দারুসসালাম রোড়,মিরপুর-১, ঢাকা-১২১৬ এ প্রতিষ্ঠাতা সভাপতির নিজস্ব স্থাপনায় বিনা ভাড়ায় ফাউন্ডেশনের যাবতীয় কার্যক্রম পরিচালিত হচ্ছে।