তৌহিদ ফাউন্ডেশন সম্পুর্ণ অ-রাজনৈতিক ও অ-লাভজনক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কল্যাণ সাধনই তৌহিদ ফাউন্ডেশনের লক্ষ-উদ্দেশ্য| তৌহিদ ফাউন্ডেশন সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে পরিচালিত হয়। সরকারি, বেসরকারি, দেশী-বিদেশী, ব্যক্তি অথবা সংস্থার নিকট থেকে কোনো প্রকার আর্থিক দান/অনুদান গ্রহণ করা হয় না।
সম্প্রতি তৌহিদ ফাউন্ডেশনের সেবা কার্যক্রম বৃহত্তর আঙ্গিকে শুরু হতে যাচ্ছে; বিধায় বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোল্লিখিত শূ্ণ্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে কম্পিউটার প্রশিক্ষক-2 জন, ভাষা প্রশিক্ষক ৬ জন (ইংরেজি-১ জন, আরবি-১ জন, কোরিয়ান-১ জন, জার্মান-১ জন, জাপানি-১ জন, চায়নিজ-১ জন) ও ড্রাইভার-2 জন নিয়োগের জন্য দরখাস্ত আহবান করা যাচ্ছে। বেতন ভাতা বাস্তবতার আলোকে আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।
নিয়োগের বিস্তারিত তথ্য নিম্নরুপ:
নিয়োগের জন্য Linkedin, BDjobs or webhost.towhidfoundation@gmail.com ঠিকানাই ই-মেইলের মাধ্যমে আপনার সিভি প্রেরণ করতে পারবেন।