বৃষ্টি ও প্রতিকূলতা উপেক্ষা করে রমজান-২০২৩ এর ২য় দিনের ইফতার আয়োজন Leave a Comment / Uncategorized / By asrafi29 ২৫/০৩/২০২৩ ইং তারিখ রোজ শনিবার রমজান এর মাস ব্যাপি ইফতার আয়োজনে ২য় দিনের ইফতার আয়োজনে তৌহিদ ফাউন্ডেশনের পক্ষ থেকে টোলারবাগ খানকাহ-ই-মশুরিয়া ও টোলারবাগ জামে মসজিদ প্রাঙ্গণে পুনরায় ১০০০ (এক হাজার) লোকের বিশাল ইফতারির আয়োজন করা হয় । উক্ত আয়োজনে বৃষ্টি ও প্রতিকূলতা উপেক্ষা করে ধনী-গরীব নির্বিশেষে টোলারবাগের সকল বাসিন্দা অংশগ্রহন করেন।